বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
৮ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

সোনারগাঁয়ে ডাকাত আখ্যা দিয়ে মানসিক প্রতিবন্ধী যুবককে গণপিটুনি

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১৭ নভেম্বর ২০২৪, ২০:১৭

সোনারগাঁয়ে ডাকাত আখ্যা দিয়ে মানসিক প্রতিবন্ধী যুবককে গণপিটুনি

মোঃ তানসেন আবেদীন (সোনারগাঁও প্রতিনিধি):

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাইদ্যেরগাঁও এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডাকাত আখ্যা দিয়ে এক মানসিক প্রতিবন্ধী যুবককে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে কথিত আওয়ামী লীগ নেতা জসিম ও তার ছেলেদের বিরুদ্ধে। রোববার (১৭ নভেম্বর) ভোররাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দড়িকান্দী বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কের পাশে এই ঘটনা ঘটে।

গণপিটুনির শিকার যুবক মো. সাব্বির (৩০) মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে। এর আগে তার বিরুদ্ধে মোগরাপাড়ার আলাপদী এলাকায় মন্দিরের প্রতিমা ভাঙ্গার অভিযোগ ছিল।

এলাকাবাসীর অভিযোগ, মানসিক প্রতিবন্ধী মো. সাব্বিরকে পিটিয়ে জসিম তার প্রতিপক্ষের লোকজনকে ডাকাত দলের সদস্য হিসেবে তার কাছ থেকে স্বীকারোক্তীমূলক জবানবন্ধী নেওয়ার চেষ্টা করেছে।

এ সময় ওই প্রতিবন্ধী যুবক প্রাণ বাঁচাতে জসিমের কথা স্বীকার করে নিজেকে ডাকাত দলের সদস্য বলে পরিচয় দেন। খবর পেয়ে সোনারগাঁও থানার এসআই আব্দুল জলিলসহ একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় মহাসড়কের পাশ থেকে উদ্ধার করে যুবকটিকে হাসপাতালে নিয়ে ভর্তি করে।

এ ঘটনায় সোনারগাঁও থানার ওসি এম এ বারী বলেন, ডাকাতির অভিযোগে গণপিটুনির শিকার যুবক আসলে মানসিক ভারসাম্যহীন। তাকে ডাকাত আখ্যা দিয়ে এলাকার কিছু লোকজন পিটিয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে যায়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

এ সম্পর্কিত আরো খবর

সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

২২ জানুয়ারী ২০২৫