গলাচিপা উপজেলা ছাত্র কল্যাণ সমিতি, ঢাকা এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ ই মার্চ শুক্রবার সন্ধ্যায় কচিকাচার মেলা, সেগুনবাগিচা, ঢাকা এর হলরুম সাঈদ হোসেন বাবু এর সভাপতিত্বে এবং রাশেদুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, হাসান মামুন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত সমিতির অন্যতম উপদেষ্টা এডভোকেট হাবিবুর রহমান হিরু , আ্যাড. আঃ রাজ্জাক, আফজাল হোসেন অরিফ বিশ্বাস, নাসির উদ্দিন নান্টু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অন্যতম সহ-সভাপতি এখতিয়ার কবির, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন জুলহাস, আয়কর আইনজীবী ওহাব হোসেন চৌধুরি।
উক্ত অনুষ্ঠানের পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জকির উদ্দিন আবির, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ১ নং সহ-সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ সাঈদুর রহমান সাইদ, ব্যবসায়ী আনোয়ার হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এইচ এম আবু জাফর।
উক্ত অনুষ্ঠানে ঢাকায় অধ্যায়নরত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া ছাত্রবৃন্দ এবং ঢাকাস্থ গলাচিপার বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করেন।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ শায়েখ জামাল উদ্দিন।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?