খুলনা বিভাগের বাগেরহাটের মোড়েলগন্জ ফেরিঘাটে ঘন কুয়াশায় ট্রাক নদীতে পড়ে যাওয়ায় ফেরিপারাপার বন্ধ থাকায় নদীর দুই পারে বাধে বিশাল যানযট ।
প্রতিবেদন : মো: মিরাজুল ইসলাম মিঠু
জেলা প্রতিনিধি, খুলনা ।
তীব্র যানযটের কারণে মোড়েলগঞ্জ থেকে গুরুতর অসুস্থ এক অন্তঃসত্ত্বা নারীর ডেলিভারি বিলম্ব হওয়ার কারণে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনারপথেই সেই অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুবরন করেন। এছাড়াও পুরো খুলনা বিভাগ জুড়ে স্কুল,মাদ্রাসার কোমলমতি ছাত্র-ছাত্রী ও জনসাধারনের জীবন যাত্রায় অনেক প্রভাব পরছে। বিশেষ করে খেটে খাওয়া নিম্ন আয়ের লোকজন ও গৃহহীন মানুষের কষ্ট বৃদ্ধি পেয়েছে তীব্র শীত ও কুয়াশায় হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য সেবার কমপ্লেক্স গুলো শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ।নিউমোনিয়া,শ্বাসকষ্ট, জ্বর,স্বরদী,ও ঠান্ডা জনিত ডায়রিয়ার শিকার হচ্ছে অধিকাংশ রোগী।