সাইফুল ইসলাম, কলাপাড়া উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
কুয়াকাটায় রাখাইনদের পাড়া (আবাসস্থল) দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১ টায় লতাচাপলী ইউনিয়নের নয়াপাড়া সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে মহিপুর থানার বিভিন্ন পাড়া থেকে আগত শতাধিক রাখাইন নারী পুরুষ অংশ গ্রহণ এসময় বক্তব্য দেন পটুয়াখালী জেলা রাখাইন বুড্ডিষ্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এমং তালুকদার, সাধারণ সম্পাদক মংলাচিং রাখাইন, সাংগঠনিক সম্পাদক ম্যাথুসে রাখাইন, বাংলাদেশ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য মংমিয়া এবং রাখাইনদের নারী সদস্য নুনোই, মাওয়েন সহ আরো অনবক্তারা বলেন, সম্প্রতি সময়ে মহিপুরের আবু তাহের গাজী রাখাইনদের প্রায় দুইশত বছরের পুরানো নয়াপাড়ার জমি দখলের চেষ্টা চালাচ্ছেনগতকাল (১৯ জানুয়ারি) তিনি লোকজন নিয়ে এসে পাড়ার মধ্যে পিলার স্থাপন করেছে আগামী ৪৮ ঘন্টার মধ্যে এসব পিলার অপসারণ না করলে কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেন রাখাইন নেতারা। এ বিষয়ে আবু তাহের গাজী বলেন, আমি রাখাইনদের জমিতে পিলার স্থাপন করিনি। আমার রেকর্ডীয় জমি সরকারি সার্ভেয়ার পরিমাপ করে বুঝিয়ে দিয়েছেন। আমার বিরুদ্ধে তারা মিথ্যা অভিযোগ দিয়েছে।