১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সকল বীর শহীদদের প্রতি জেলা পুলিশ কুমিল্লার বিনম্র শ্রদ্ধা
মোঃরবিউল আলম, কুমিল্লা
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, এই দিনে ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। জাতি পেয়েছিল স্বাধীনতার পূর্ণতা। এটি বাঙালি জাতির গৌরব ও বিজয়ের দিন, যে দিনে বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছিল লাল-সবুজের পতাকা।
আজ বিজয়ের ৫৪তম প্রভাতে কুমিল্লা জেলার শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন এবং এসময়
আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ আবুবকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মারুফা নাজনীন সহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন।