শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
৩ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

রাজনীতি

বাউফলে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশঃ ২৬ নভেম্বর ২০২৪, ১৯:০৬

বাউফলে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

রুমানা খান বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি রাজনৈতিক ও ইসলামি সংগঠন, যা মূলত ইসলামী আদর্শ এবং শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। সংগঠনটি নিয়মিত তাদের সদস্য এবং সমর্থকদের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি এবং সভা-সম্মেলন আয়োজন করে। এর মধ্যে অন্যতম একটি হলো শিক্ষা কর্মীসভা, যা সদস্যদের আদর্শিক শিক্ষা ও রাজনৈতিক দক্ষতা বৃদ্ধির জন্য আয়োজন করা হয়।

তারিই ধারাবাহিকতায় পটুয়াখালীর বাউফলে জামায়াতে ইসলামীর বাছাইকৃত কর্মী ও দায়িত্বশীল নেতাদের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ৪টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এতে উপজেলা জামায়াতের আমির মু. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. মু. শফিকুল ইসলাম মাসুদ।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের সেক্রটারি অধ্যাপক মো. শহিদুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাও. ওয়াজিবুউল্লাহ, বাউফল উন্নয়ন ফোরামের আহবায়ক মো. আসাদুজ্জামান সোহাগ প্রমূখ।

এ শিক্ষা শিবির অনুষ্ঠানে উপজেলা ও সকল ইউনিয়ন জামায়াতের বাছাইকৃত কর্মী ও দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। পরে দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়।

এ সম্পর্কিত আরো খবর