জুলাই আন্দোলনের সময় কোথায় আন্দোলন করেছেন, তা জানতে চেয়েছেন আমজনতার পার্টির সদস্যসচিব তারেক রহমান। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক “দ্বিতীয় গণ-অভ্যুত্থান” সংক্রান্ত মন্তব্যের জবাবে এক ফেসবুক লাইভে এসে তীব্র ভাষায় কটাক্ষ করেন তারেক।
তিনি বলেন, “গণ-অভ্যুত্থানে আমরা কারা ছিলাম, আমরা জানি। নাসিরুদ্দীন পাটওয়ারী কোন রোডের কয় নম্বর গলিতে আন্দোলন করেছে, সেটা দেখাক। তখন সে কোথায় ছিল? আজ সে আমাদের ভয় দেখাচ্ছে দ্বিতীয় অভ্যুত্থান হবে!”
তারেক রহমান দাবি করেন, যারা সত্যিকারের আন্দোলন করেছে, তারা আজও রাজপথে সক্রিয়। “আওয়ামী লীগ যখন মাঠে নামে, তাদের মোকাবিলা আমাদেরই করতে হয়, তোমাদের নয়,”—এমন মন্তব্য করে তিনি নাসিরউদ্দীনের নেতৃত্বের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন।
তিনি বলেন, “দ্বিতীয় অভ্যুত্থানের কথা যারা বলছেন, তারা কি প্রথম অভ্যুত্থানে প্রশিক্ষণ নিয়েছেন? যদি নিয়ে থাকেন, তবেই দ্বিতীয় স্বপ্ন দেখুন।”
নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সমন্বয়কারীদের “অস্থিরতা” বেড়ে গেছে বলেও মন্তব্য করেন তারেক। তিনি অভিযোগ করেন, “সচিবালয়ে ইনকাম কমে গেছে, বদলি ও নিয়োগ বাণিজ্য বন্ধ হওয়ায় এখন তারা ছটফট করছে।”
তারেক রহমান বলেন, “তোমরা যখন আপস করছিলে, বিশ্ববিদ্যালয় ছেড়ে বাসায় চলে গিয়েছিলে, তখন দেশের মানুষ হতাশ হয়ে পড়েছিল। সেই সময় আমরা রাস্তায় নেমে আন্দোলনের পতাকা তুলে নিয়েছিলাম। প্রথম অভ্যুত্থানে আমরা ছিলাম বলেই জানি, দ্বিতীয় অভ্যুত্থানের দুঃস্বপ্ন কতটা বিপজ্জনক হতে পারে।”
তিনি সমন্বয়কারীদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করেন—“আন্দোলনকে নিয়ে খেলতে গেলে, আন্দোলন তোমাদের ছেড়ে কথা বলবে না।”