জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আওয়ামী লীগ ছাড়া কোনো জাতীয় নির্বাচন ফলপ্রসূ হবে না। দেশের বৃহত্তম রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে অন্যতম দল হিসেবে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (১৪ জুন) ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় জি এম কাদের এ কথা বলেন। তিনি বলেন, “আমরা চাই একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন। কিন্তু সেই নির্বাচনে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের অনুপস্থিতি থাকলে জনগণের আস্থা অর্জন করা যাবে না।”
জি এম কাদের আরও বলেন, “রাজনীতিতে জোর করে কাউকে বাদ দিয়ে স্থিতিশীলতা অর্জন সম্ভব নয়। একটি কার্যকর গণতন্ত্রের জন্য প্রতিযোগিতামূলক নির্বাচন আবশ্যক, যেখানে সব দলের জন্য সমান সুযোগ থাকবে।” তিনি মনে করেন, শুধুমাত্র একটি নির্দিষ্ট দলকে বাইরে রেখে বা একপাক্ষিক নির্বাচনের মাধ্যমে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা আনা সম্ভব নয়।
জাতীয় পার্টির অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, “আমরা চাচ্ছি রাজনৈতিক সংকটের শান্তিপূর্ণ সমাধান। প্রয়োজনে সংলাপের মাধ্যমে ঐকমত্য গঠন করে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে।”
তিনি আরও জানান, জাতীয় পার্টি সব সময় জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চায় এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পক্ষে। তবে রাজনৈতিক বাস্তবতা ও জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচন পরিচালনা করতে হবে।
জি এম কাদেরের এই মন্তব্য বর্তমান রাজনৈতিক অচলাবস্থায় একটি বাস্তবমুখী অবস্থান বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।