মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জামায়াতে ইসলামীর আয়োজিত এক মতবিনিময় সভায় দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান—এই চার ধর্মের মানুষের সম্মিলিত রক্তে গঠিত। আমাদের লক্ষ্য হচ্ছে সকল ধর্মের মানুষের ঐক্যে একটি নতুন, মানবিক বাংলাদেশ গড়ে তোলা।”
সভায় তিনি বলেন, “৫ আগস্টের পর আমাদের কী হবে—এ নিয়ে অনেকেই চিন্তিত ছিলেন। আমাদের স্বাভাবিকভাবে বাঁচতে দেওয়া হয়নি, আমাদের পরিবার-পরিজনও অনেক সময় খোঁজ পায়নি।
অথচ আমরা চোর, ডাকাত, সন্ত্রাসী কিংবা খুনি নই। তবুও আমাদের বছরের পর বছর জেলে রাখা হয়েছে, আমাদের দুঃখে-সুখে মানুষের পাশে দাঁড়াতেও বাধা দেওয়া হয়েছে।”
ডা. শফিকুর রহমান বরগুনার একটি হৃদয়বিদারক ঘটনার উল্লেখ করে বলেন, “এক পঞ্চম শ্রেণির মেয়ের ইজ্জত নষ্ট করা হলে, তার বাবা মামলা করেন। পরবর্তীতে লম্পটদের হাতে তাকেই হত্যা করা হয়।
তিন মেয়ের মধ্যে বড় মেয়েটিই ভুক্তভোগী, বাকি দুটি আরও ছোট। কোলের শিশুটির বয়স মাত্র আড়াই মাস। আমি পরিবারটির পাশে গিয়ে দাঁড়িয়েছি। ওই সময় আমি আড়াই মাসের শিশুটিকে কোলে নিয়ে বলেছিলাম—এই শিশুর দায়িত্ব আমি নিলাম।”
তিনি জানান, সংগঠনের পক্ষ থেকে ওই পরিবারকে নিয়মিত সহায়তা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, “আমরা চাই এই দেশে কেউ যেন আর অবহেলিত না থাকে। আমাদের ধর্মীয় পরিচয়ের আগে আমরা মানুষ, আর সেই মানবিক দায়িত্ব থেকেই আমরা সকলে মিলে এই দেশ গড়তে চাই।”
সভায় বিভিন্ন ধর্মাবলম্বীর লোকজন উপস্থিত ছিলেন এবং বক্তৃতায় ধর্মীয় সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়।

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী। এব্যাপারে আপনার মতামত কি?