সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার পুত্র ড. রেজা কিবরিয়া বলেছেন, “শেখ হাসিনা এখনো মনে করেন দেশের মানুষ তাকে ভালোবাসে, কিন্তু তার দিল্লির স্টেটমেন্ট থেকে স্পষ্ট হয়ে ওঠে যে তিনি বাংলাদেশের বাস্তবতা সম্পর্কে কোনও ধারণা রাখেন না।”
রেজা কিবরিয়া আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং এই দল একসময় বিলুপ্ত হয়ে যাবে। তিনি দাবি করেন, “যে কাজটা বিএনপি করতে পারেনি, সেটাই শেখ হাসিনা করেছে। আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে এবং জনগণের মনে তাদের প্রতি ঘৃণা সৃষ্টি করেছে।”
তিনি আরও বলেন, “বিরোধী দলকে দমন করার জন্য যে অত্যাচার করা হয়েছে, তা দেশবাসী কখনো ভুলবে না। তিনি আসলে জানেন না যে মানুষ তাকে কতটা ঘৃণা করে।”
রেজা কিবরিয়া মনে করেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি যেভাবে বদলেছে, তাতে আওয়ামী লীগের ভবিষ্যৎ ক্রমশ অনিশ্চিত হয়ে উঠেছে। জনগণের চাওয়া ও স্বাধীন মত প্রকাশের অধিকার দমিয়ে রাখার যে নীতি শেখ হাসিনা অনুসরণ করেছেন, তা শেষ পর্যন্ত তার দলের জন্যই কাল হয়ে দাঁড়াবে।