যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” সংযোজন করে মুসলমানদেরকে সম্মানিত করেছেন। আমাদের ধর্ম ইসলামের প্রতি আনুগত্য দেখিয়েছেন। তিনি বাংলাদেশে ধর্ম ভিত্তিক রাজনীতি করার সুযোগ তৈরি করে দিয়েছিলেন। যা, বাংলাদেশের বাহাত্তরের সংবিধানে ছিলো না।’
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় মনপুরা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে গণসংর্বধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি শক্তিশালী পররাষ্ট্রনীতি আমাদের উপহার দিয়েছিলেন। যার আদর্শের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের জনপ্রিয় দল বিএনপি। অথচ গত ১৬ বছরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কত নিন্দার শিকার হয়েছেন, মিথ্যাচারের শিকার হয়েছেন, ইতিহাস বিকৃতির শিকার হয়েছেন কিন্তু বাংলাদেশে তার জনপ্রিয়তা একবিন্দুও কমেনি।
গণসংর্বধনা সভায় বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. রাসেল
এছাড়াও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিলে মুখরিত হয়ে কানায় কানায় ভরে উঠে মনপুরা উপজেলা সদর।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সময় কোনো বিষয় নয়, নিরপেক্ষ নির্বাচনই আসল কথা। তাঁর এই বক্তব্যে আপনার সমর্থন আছে কি?