ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার দুপুরে রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
জামায়াতের সঙ্গে বৈঠকের এক সপ্তাহের ব্যবধানে বিএনপির সঙ্গে বৈঠকের আমন্ত্রণ আয়োজন ইসলামী আন্দোলন বাংলাদেশের৷ সোমবার দুপুরে রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সিনিয়র নেতারা। উভয় দলের নেতা-কর্মীদের মধ্যে চলে প্রায় দেড় ঘণ্টা বৈঠক৷
আলোচনায় উঠে আসে, আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ মুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলার কথা। দুর্নীতি ও সন্ত্রাস রোধ, ভোটাধিকার নিশ্চিত, আওয়ামী ফ্যাসিবাদবিরোধী সকল শক্তি একসঙ্গে কাজ করাসহ ১০টি ইস্যুতে একমত হয় উভয় রাজনৈতিক দল। ইসলামবিরোধী কোনো সিদ্ধান্ত বা কথা না বলার সিদ্ধান্তও নেওয়া হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকে অত্যন্ত একতটা গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিমের সঙ্গে। এই আলোচনায় আমরা মোটামুটি যে বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছেছি সেগুলো হলো এই।’
দেড় বছর কি যৌক্তিক সময় দাবি করে এক বছরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম।
এদিকে, প্রশাসন থেকে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের দ্রুত অপসারণেরও দাবি জানিয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এ বছরের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এ বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনিও মনে করেন?