হবিগঞ্জের নবীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ক্রিকেট প্রেমি জনতা উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) নবীগঞ্জ জে, কে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শাখাবরাক রাজনগর বনাম দ্যা মাস্টার ব্ল্যাস্টার এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে খেলায় শাখাবরাক রাজনগর ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ২১৫ রান সংগ্রহ করে। পরে দ্যা মাস্টার ব্ল্যাস্টার ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হাতে রেখেই খেলায় চ্যাম্পিয়ন হয় দ্যা মাস্টার ব্লাস্টার।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি শেখ সুজাত মিয়া, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমেদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, জাতীয়তাবাদী সমবায়দল হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সাহেল আহমদ। সাবেক কাউন্সিলর সুন্দর আলী, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনর উদ্দিন, নবীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ওয়াহিদুজামান জুয়েল, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ দাশ, জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মিটন আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তৌহিদ চৌধুরী, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফেরদৌস হাসান অনিক, নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য ইকবাল হোসেন তালুকদার, সাগর মিয়া, আলাল মিয়া, ছাত্রদল নেতা হাবিবুর রহমান হাবিব, তৌহিদুল ইসলাম শয়ন, কাজী খোকন, লিমন আহমেদ, শফিকুর রহমান, আতাউর রহমান শামীম, তায়েম চৌধুরী, সোহাগ আহমেদ, ফখরুল আসলাম নয়ন, আয়োজক কমিটির মধ্যে রাজু হক, তুয়েল আমীন, মেহেদী হাসান নুরেন, আসাদ আল মুরাদ, দুর্জয় দাশ গুপ্ত প্রমুখ। ফাইনাল খেলায় বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন টাইগার মিল্টন।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দ্যা মাস্টার ব্ল্যাস্টারের অধিনায়কের কাছে প্রথম পুরস্কার হিসেবে ট্রপি ও মোটরসাইকেলের চাবি তোলে দেয়া হয়। রানার্সআপ দলেকে একটি ফ্রিজ ও একটি ট্রপি পুরস্কার দেওয়া হয়।
খেলায় দ্যা মাস্টার ব্ল্যাস্টার দলের নাহিদ ৭৪ রান করে ম্যান অফ দ্যা ফাইনাল মনোনীত হয়েছেন। সেরা ব্যাটসম্যান হয়েছেন সাগর আহমেদ, সেরা বোলার ওমর আহমেদ, ম্যান অফ দ্যা টুনার্মেন্ট হয়েছেন রায়হান আহমেদ, সেরা ক্যাচ নিয়েছেন সাব্বির আহমেদ, সেরা কিপার জামিল আহমেদ, ইমাজিং প্লেয়ার অফ দ্যা টুনামেন্ট ও সেরা ফিল্ডার হয়েছেন ফাহাদ আহমেদ। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন ইমন আহমেদ ও মারুফ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকি বলেন- আরাফাত রহমান কোকো একজন ক্রীড়া সংগঠক ছিলেন, তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র। ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে আরাফাত রহমান কোকো বিভিন্ন একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় বসে সর্বক্ষেত্রে এক নায়কতন্ত্র ও ভয়-ভীতির সংস্কৃতি সৃষ্টি করেছিল। আল্লাহর অশেষ রহমতে শেখ হাসিনার পালানোর মধ্য দিয়ে আমরা এখন সবস্থানে মুক্ত বাসাতে বসতে পারছি। তিনি আরও বলেন- নবীগঞ্জের মানুষের ক্রীড়াঙ্গণের প্রতি যে আকর্ষণ তা দেখে আমি মুগ্ধ হয়েছি, আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে নবীগঞ্জে স্টেডিয়াম হবে সে লক্ষ্যে আমরা কাজ করবো।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সময় কোনো বিষয় নয়, নিরপেক্ষ নির্বাচনই আসল কথা। তাঁর এই বক্তব্যে আপনার সমর্থন আছে কি?