সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
২৮ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

রাজনীতি

জাতীয় স্বার্থে আমরা এক ও অভিন্ন থাকবো

নিউজ ডেস্ক

প্রকাশঃ ২৭ ডিসেম্বর ২০২৪, ২১:০৪

জাতীয় স্বার্থে আমরা এক ও অভিন্ন থাকবো

মোঃ মেহেদী হাসান শাওন

২৭ ডিসেম্বর ২০২৪ জুমাবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের রমনা থানার এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সেখানে তিনি দলটির কর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন।

উক্ত কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি হিসেবে অধ্যাপক মুজিবুর রহমান তার বক্তব্যে বলেন, “অন্যায়, জুলুম, শোষন থেকে মুক্তির জন্য ছাত্র-জনতা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। ছাত্ররা চেয়েছে অধিকার, আর তাদেরকে স্বৈরাচার হাসিনা বানিয়েছে রাজাকার। ১৯৭১ সালের চাওয়া-পাওয়া, মানুষের অধিকার গত ৫৪ বছরেও বাস্তবায়ন হয়নি। শেখ মুজিবুর রহমান গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, আর তার কন্যা হাসিনা গণতন্ত্রকে কবর দিয়েছে। এদেশে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করেছে। নিজ দলীয় ৩টি গণমাধ্যম ব্যতিত সকল গণমাধ্যম বন্ধ করে দিয়েছে। যেই ব্যক্তি রাজনৈতিক দল নিষিদ্ধ করে, গণমাধ্যম বন্ধ করে, গণতন্ত্র হত্যা করে, সেই ব্যক্তি কখনো স্বাধীনতার নায়ক হতে পারে না।”

২৭ ডিসেম্বর জুমাবার সকালে ঢাকা মহানগরী দক্ষিণের রমনা থানার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সম্পর্কিত আরো খবর