বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
৩০ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

রাজনীতি

যে আক্ষেপ হাসনাত আব্দুল্লাহ কে সারাজীবন পোড়াবে

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০৮ ডিসেম্বর ২০২৪, ১৬:৪০

যে আক্ষেপ হাসনাত আব্দুল্লাহ কে সারাজীবন পোড়াবে

বিদ্রোহীদে মুখে দামেস্ক ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এর মাধ্যমে তার দীর্ঘ ২৪ বছরের শাসনের অবসান হয়েছে।

সিরিয়া প্রেসিডেন্টের পতনের দিন বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের কথা স্মরণ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায় হাসনাত আব্দুল্লাহ।

আজ রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, রাজনৈতিক পরিসরে যখন আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার প্রসঙ্গ ওঠে, তখন আমি ইউটিউবে জুলাই-আগস্ট মাসের খবরগুলো দেখি।

সেসব দেখার পর জলপাই রঙের উর্দি পরা দেশপ্রেমিক অফিসার ও সৈনিকদের জন্য এক গভীর অনুতাপ অনুভব করি।

জেনারেলদের বিরুদ্ধে গিয়ে তাদের নেওয়া এই বোল্ড ডিসিশনের কী নিদারুণ অপচয়!

তিনি আরো লিখেছেন, আওয়ামী লীগের পরিণতি সিরিয়ার আসাদের চাচাতো ভাইয়ের মতো না করার এই আক্ষেপ বোধ হয় আমাদের সারাজীবন পুড়িয়ে যাবে।

এ সম্পর্কিত আরো খবর