নিজস্ব প্রতিবেদক, হুমায়ন কবির খোকন
আজ ৪ ডিসেম্বর ২০২৪, রোজ: বুধবার, রাত সাড়ে ৮টায় গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজা’য় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
প্রায় ১ ঘণ্টা ২০ মিনিটে সাক্ষাৎ শেষে রাত ৮টা ৫০ মিনিট বের হয়ে যান চীনের রাষ্ট্রদূত। এছাড়া চীনের পক্ষে থেকে খালেদা জিয়াকে একটি চীনের ঐতিহ্য দেয়াল চিত্র উপহার দেওয়া হয়।
এরআগে খালেদা জিয়ার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার, সৌদি আরবের রাষ্ট্রদূত ও পাকিস্তানের রাষ্ট্রদূত সাক্ষাৎ করেন।