তিস্তা নদীর ন্যায্য হিস্যা আদায়ে ভারতকে বাধ্য করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার কাউনিয়ার তিস্তা সড়ক সেতু ও ব্রিজের পাশে আয়োজিত এক শুনানিতে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, অতীতের সরকার ভারতের সঙ্গে কেবলমাত্র কূটনৈতিক সৌজন্যের ছবি তুলেই সন্তুষ্ট থেকেছে, কিন্তু তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পররাষ্ট্র নীতির ক্ষেত্রে শক্তিশালী অবস্থানে রয়েছে। ভারতের সঙ্গে ন্যায্য আলোচনার মাধ্যমে তিস্তার পানির সমস্যা সমাধানে আমরা অটল থাকব এবং ভারতকে এই হিস্যা দিতে বাধ্য করব।
তিনি আরও বলেন, তিস্তার চরে প্রতিবছর বিপুল পরিমাণ আবাদি ফসল নষ্ট হচ্ছে, যা কৃষকদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এখানে কোল্ড স্টোরেজের অভাব থাকায় কৃষকের উৎপাদিত ফসল সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। তাই আমরা পরিকল্পনা নিয়েছি, এখানে অধিক সংখ্যক কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে, যাতে কৃষকদের উৎপাদিত ফসল সংরক্ষণ করা যায় এবং তারা ন্যায্যমূল্য পান।
এছাড়াও তিনি বলেন, কাউনিয়া থেকে লালমনিরহাট ব্রিজের নির্মাণকাজ দ্রুত শুরু করা হবে এবং এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে তিনি নিজেই তদারকির দায়িত্ব নেবেন। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার হার বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, এই অঞ্চলে শিক্ষার হার তুলনামূলক কম, যা উন্নয়নের পথে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার হার বাড়াতে এবং তরুণ প্রজন্মকে জ্ঞানের আলোয় আলোকিত করতে আমরা এখানে বেশ কয়েকটি লাইব্রেরি স্থাপনের উদ্যোগ নিচ্ছি।
বিশ্লেষকরা মনে করছেন, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় এবং স্থানীয় উন্নয়নের বিষয়ে অন্তর্বর্তী সরকারের জোরালো অবস্থান বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘদিন ধরে তিস্তার পানির ন্যায্য হিস্যা না পাওয়ায় বাংলাদেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ সমস্যার সমাধান এখন সময়ের দাবি হয়ে উঠেছে।
সরকারের পক্ষ থেকে তিস্তা চুক্তি বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হলেও কূটনৈতিক চাপে তা কতটা বাস্তবায়নযোগ্য হবে, সেটি নিয়েও সংশয় রয়েছে। তবে, বর্তমান সরকার তিস্তা ইস্যুতে আগের চেয়ে কঠোর অবস্থানে আছে এবং দ্রুত কার্যকর উদ্যোগ নিতে আগ্রহী। স্থানীয় জনগণ এবং কৃষকদের প্রত্যাশা, সরকার তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এবং কৃষকদের জন্য পরিকল্পিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?