সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
২৮ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

ইসলাম ও জীবন

মাদকের থাবায় যুব সমাজ, কী বলছে ইসলাম?

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০৯ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৮

মাদকের থাবায় যুব সমাজ, কী বলছে ইসলাম?

মাদকের ভয়াবহ থাবায় প্রতিদিন ঝরে যাচ্ছে অগণিত তরুণ-তরুণীর তাজা প্রাণ। সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে, ভেঙে পড়ছে অসংখ্য সুখী পরিবার। যুব সমাজের এই ধ্বংসের মূল কারণ হিসেবে মাদককে দেখা হচ্ছে, যা ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।

এ কারণেই ইসলাম মাদকদ্রব্যকে ‘উম্মুল খবায়েছ’ তথা সব ধরনের জঘন্যতার মূল হিসেবে অভিহিত করেছে। মাদক শুধু ব্যক্তির নৈতিক চরিত্র ধ্বংস করে না, বরং এর ফলে সমাজে খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস এবং শত্রুতার মতো অপরাধ বেড়ে যায়।

ইসলামে মাদকের নিষিদ্ধতা

ইসলাম সমাজকে মাদকাসক্তির ধ্বংস থেকে বাঁচাতে মাদকদ্রব্যকে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করেছে। কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন,হে মুমিনগণ! মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্যনির্ধারক তীরগুলো শয়তানের অপকর্মের অন্তর্ভুক্ত। তাই এগুলো থেকে দূরে থাকো, যাতে তোমরা সফল হতে পারো।(সুরা মায়েদা, আয়াত ৯০)

রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,প্রতিটি নেশাজাতীয় দ্রব্যই মদের অন্তর্ভুক্ত, আর সব ধরনের মাদক হারাম (মুসলিম শরিফ,হাদিস ২০০৩)
ইসলাম শুধু মাদক সেবনই নয়, এর ব্যবসাকেও হারাম করেছে। হজরত আয়েশা রা. বলেন,যখন সুরা বাকারার শেষ আয়াতগুলো নাজিল হলো, তখন রসুলুল্লাহ সা. ঘোষণা করলেন, মদের ব্যবসা হারাম। (বোখারি শরিফ, হাদিস ৪৪৫)

মাদকাসক্তদের জন্য সতর্কবাণী

মাদকাসক্তদের সম্পর্কে রসুলুল্লাহ সা. কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন,তিন ধরনের মানুষকে আল্লাহ কিয়ামতের দিন ভ্রুক্ষেপ করবেন না—মাতাপিতার অবাধ্য সন্তান, নিয়মিত মদপানকারী এবং যে দান করে তা প্রচার করে (মুস্তাদরাক, হাদিস ৭২৩৫)।

এছাড়াও তিনি বলেছেন,আমার উম্মতের যে কেউ এক ঢোক মদ পান করবে, তাকে দোজখের পুঁজ পান করানো হবে।(মেশকাত শরিফ, হাদিস ৩১৮)

মাদকাসক্তি থেকে মুক্তির পথ

আধুনিক যুগে মাদকাসক্তি এক ভয়াবহ অভিশাপ ও মরণফাঁদে পরিণত হয়েছে। এই ফাঁদ থেকে মুক্তি পেতে প্রয়োজন মানসিক পরিবর্তন এবং ধর্মীয় শিক্ষার প্রতি গভীর মনোযোগ। কেবল আইন প্রয়োগ করলেই এই সমস্যার সমাধান আসবে না, বরং ইসলামের নৈতিক শিক্ষা ও মূল্যবোধ মেনে চলার মাধ্যমেই সমাজ থেকে মাদকাসক্তি দূর করা সম্ভব।

মাদক, সমাজ ও ব্যক্তিগত জীবনে গভীর ধ্বংস ডেকে আনে, যা পরিবারের বন্ধন এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতাকে চরমভাবে ব্যাহত করে। ইসলাম মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে এর ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছে। তাই মানসিক ও নৈতিক পরিবর্তন এবং ধর্মীয় শিক্ষার মাধ্যমে সমাজকে এই মহামারী থেকে রক্ষা করতে হবে।

হে আল্লাহ! আমাদের সমাজকে মাদকাসক্তির মহামারী থেকে রক্ষা করুন। আমাদের হৃদয়কে সঠিক পথে পরিচালিত করুন এবং পাপ থেকে বাঁচার তাওফিক দিন। আমাদের সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে সব অনিষ্ট থেকে হেফাজত করুন। আমিন।

এ সম্পর্কিত আরো খবর