তালেবান শাসিত আফগানিস্তানের সঙ্গে উচ্চপর্যায়ের প্রথম দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ভারত তাদের কাবুলের সরওঙ্গে সম্পর্ক বাড়ানোর ইঙ্গিত দিয়েছে।
এই পদক্ষেপ ইসলামী শাসক গোষ্ঠীর সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য মাইলফলক।
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি বুধবার দুবাইয়ে তালেবান সরকারের কার্যনির্বাহী পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেছেন।
তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আলোচনায় আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি, ভারতের উন্নয়নমূলক প্রকল্প ও মানবিক সহায়তায় অংশগ্রহণ এবং আফগানিস্তানের চাবাহার বন্দর ব্যবহারের বিষয়ে আলোচনা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় এক কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারাই মূলত তালেবানের সঙ্গে আলোচনা করছেন। তবে পাকিস্তান ও ইরানের ঘনিষ্ঠ তালেবান নেতাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে না।
পাকিস্তান ঘনিষ্ঠ কোনো তালেবান নেতার সঙ্গে কোনো রকম আলোচনায় যেতে নারাজ ভারত।মূলতো পাকিস্তানকে ঠেকাতে তালেবানের সঙ্গে গোপন আলোচনায় ভারত বিভিন্ন কৌশল অবলম্বন করছে। এ স্ময় পাকিস্তান ও আফগানিস্থানের সম্পর্কও সাপে নেউলে। এই সুযোগ ই কাজে লাগাতে চাই ভারত।
নয়াদিল্লির দাবি, তালেবানের ভেতরে ‘জাতীয়তাবাদী’ হিসেবে পরিচিত নেতা বা গ্রুপগুলোর জন্যই আলোচনার দরজা খুলে দেওয়া হয়েছে। যা গত কয়েক মাস ধরেই চলছে। তাতে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে।বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “আফগানিস্তানের ভারসাম্যপূর্ণ ও অর্থনীতিকেন্দ্রিক পররাষ্ট্রনীতির আওতায় ইসলামি আমিরাত ভারতের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায়।”
২০২১ সালের আগস্টে তালেবান কাবুল দখলের পর এটি ছিল ভারত ও তালেবানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সংলাপ।