সিরিয়ার রাজধানী দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস, মুক্তি পেলো কুখ্যাত কারাগারের হাজারো বন্দি
বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস দামেস্ক দখলের পর হাজারো বন্দিকে মুক্তি দিয়েছে। এসব বন্দির মধ্যে অধিকাংশই বিরোধী সমর্থক, যাদের ওপর নির্যাতন ও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল বলে জানা যায়।
এইচটিএস তাদের টেলিগ্রাম চ্যানেলে ঘোষণা করে, এই বন্দিদের মুক্তি ‘অন্যায় যুগের সমাপ্তি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জাতিসংঘ একসময় এ কারাগারকে ‘মানব জবাইখানা’ বলে অভিহিত করেছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বন্দিদের কারাগার থেকে বের হতে দেখা যায়। তবে এসব ভিডিওর সত্যতা এখনও যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে, ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, দামেস্ক ছেড়ে অজ্ঞাত স্থানে চলে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। কিছু সূত্রের দাবি, তিনি রাশিয়ায় গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে আশ্রয় নিয়েছেন।

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী। এব্যাপারে আপনার মতামত কি?