বিবৃতিতে নানক বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সকল ধর্ম-বর্ণের মানুষ ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেছিল। হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সবার সম্মিলিত রক্তস্রোতে স্বাধীন বাংলাদেশের জন্ম। মুক্তিযুদ্ধে সনাতন ধর্মাবলম্বীদের অবদান অনস্বীকার্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের চেতনায় ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু বর্তমানে সেই সম্প্রীতির বাংলাদেশ হুমকির মুখে।
তিনি আরোপ করেন, বর্তমান সরকার দেশকে সাম্প্রদায়িক সহিংসতার কেন্দ্রে পরিণত করেছে। ভিন্নমত দমন এবং ধর্মীয় বিশ্বাসের ওপর অলিখিত নিষেধাজ্ঞা আরোপ করে মানুষের স্বাধীনতা হরণ করছে। কোনো সম্প্রদায়ই এখন নিরাপদ নয়। সর্বত্র সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানো হচ্ছে।
নানক অভিযোগ করেন, সরকারের প্রত্যক্ষ মদতে সনাতনী, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ড চলছে। সনাতনী সম্প্রদায় এসব অন্যায়ের প্রতিবাদ করায়, সরকার তাদের দমন-পীড়ন করছে। এরই অংশ হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। বিমানবন্দর থেকে এভাবে গ্রেপ্তারের ঘটনা নজিরবিহীন। আওয়ামী লীগ এই গ্রেপ্তারের তীব্র নিন্দা ও তার নিঃশর্ত মুক্তি দাবি করছে।
উল্লেখ্য, সোমবার ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বিমানবন্দর থেকে ডিবি পুলিশ চিন্ময় কৃষ্ণ দাসকে (৩৮) গ্রেপ্তার করে। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, চিন্ময় দাসের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। চিন্ময় দাসের গ্রেপ্তারের প্রতিবাদে তার অনুসারীরা শাহবাগে বিক্ষোভ করেছে। ধর্মীয় নেতারা ডিবি কার্যালয়ে গিয়ে তার মুক্তি দাবি করেছেন।