আশরাফুল ইসলাম (শেকৃবি প্রতিনিধি):
মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্লোগান “জয় বাংলা” আওয়ামী লীগের পৈত্রিক সম্পত্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। মঙ্গলবার (২১ জানুয়ারি) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “‘জয় বাংলা’ মুক্তিযুদ্ধের সময় আমাদের জাতীয় স্লোগান ছিল। এটি কোনো একক দলের সম্পত্তি নয়। সংকটকালে এই স্লোগান যে কেউ ব্যবহার করতে পারে। এটি আওয়ামী লীগের একতরফা সম্পত্তি হিসেবে চিহ্নিত করা উচিত নয়।”
২১ জানুয়ারি বিকাল ৩ টায়, শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, ছাত্র পরামর্শক আশহাবুল হক, প্রক্টর মো. আরফান আলী, অধ্যাপক আমিনুজ্জামানসহ শেকৃবির অন্যান্য শিক্ষকবৃন্দ। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অ্যাব নেতৃবৃন্দ, শেকৃবি ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ডা.ফরহাদ হালিম ডোনার নির্বাহী পরিচালক, জিয়াউর রহমান ফাউন্ডেশন।
অনুষ্ঠানে আওয়ামী লীগের সমালোচনা প্রদান অতিথির বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, “যারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, তারা বরাবরই ক্ষতিগ্রস্ত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আওয়ামী লীগকে প্রতিষ্ঠায় সহায়তা করেছিলেন, আর তার প্রতিদানে তাকে হত্যা করা হয়। এরপর জাতীয় পার্টি আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, আজ তাদের হেরিকেন দিয়ে খুঁজতে হয়। সেনাবাহিনী তাদের সহায়তা করতে চেয়েছিল, এর প্রতিদানে ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। জামায়াত ইসলামীও তাদের প্রতিষ্ঠায় ভূমিকা রাখে, আর এর প্রতিদানে তাদের ১২ জন শীর্ষ নেতাকে ফাঁসিতে ঝুলিয়েছে আওয়ামী লীগ। এটি তাদের প্রকৃত চরিত্র।
তিনি সতর্ক করে বলেন, “ভেবে-চিন্তে কাজ করুন। আওয়ামী লীগের সঙ্গে অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া উচিত।” অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সময় কোনো বিষয় নয়, নিরপেক্ষ নির্বাচনই আসল কথা। তাঁর এই বক্তব্যে আপনার সমর্থন আছে কি?