সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
২৮ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

শার্শায় জামায়াতের উদ্যোগে ওলামা সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশঃ ২৩ নভেম্বর ২০২৪, ২০:০৮

শার্শায় জামায়াতের উদ্যোগে ওলামা সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়া উপজেলা প্রতিনিধিঃ

যশোরের শার্শায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর ) সকালে শার্শা উপজেলার নাভারণ দারুল আমান ট্রাস্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে জামায়াতে ইসলামীর শার্শা উপজেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চলের জোন পরিচালক জনাব মোবারক হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান ও যশোর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান।

সম্মেলনে উপজেলার সকল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সকল ঘরনার আলেম ওলামা রা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মোবারক হোসেন বলেন,

ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আলেমদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে

“পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিগত ১৫ বছরের ইসলাম বিরোধী তৎপরতা ও আলেম ওলামার ওপর জুলুম নির্যাতনের বর্বর আচরণ জাতির সামনে তুলে ধরে ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আলেমদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

বিগত দিনগুলোতে মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ও মাওলানা মামুনুল হকসহ বহু আলেম-ওলামা আওয়ামী লীগের রোষানলে পড়ে জেল-জুলুম ও শাহাদাত বরণ করেছেন। হাজার হাজার মাদ্রাসার শিক্ষক, ছাত্র, ইমাম, মুয়াজ্জিন আওয়ামী আমলে অধিকার বঞ্চিত হয়েছেন।

পাঠ্য পুস্তক থেকে নবী করিম সা. এর জীবন চরিতসহ আদর্শ মনীষীদের জীবনী বাদ দিয়ে পৌত্তলিকতা ও সেকুলারের নামে নাস্তিক্যবাদী চিন্তা ধারা শিক্ষাব্যবস্থায় প্রবর্তন করা হয়েছিল। নতুন বাংলাদেশে মানুষ মুক্তভাবে কথা ও চলাফেরার স্বাধীনতা পেয়েছে। মুক্তভাবে তাফসির, সিরাত ও ওয়াজ মাহফিল করার সুযোগ সৃষ্টি হয়েছে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন আলেম-ওলামাকে নবী-রাসূলদের (আ.) উত্তরাধিকারী হিসেবে দ্বীনের দাওয়াত ও ইসলামের সার্বজনীন শিক্ষা মানুষের সামনে তুলে ধরে ইসলাম প্রতিষ্ঠার কাজকে বেগবান করতে হবে।”

এ সম্পর্কিত আরো খবর