শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
৩ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

তালায় কপোতাক্ষ নদীর চরে উপুড় হয়ে পড়ে ছিল নারীর মরদেহ

নিউজ ডেস্ক

প্রকাশঃ ২২ নভেম্বর ২০২৪, ১৬:৫৩

তালায় কপোতাক্ষ নদীর চরে উপুড় হয়ে পড়ে ছিল নারীর মরদেহ
হাফিজুর রহমান (জেলা প্রতিনিধি সাতক্ষীরা):
সাতক্ষীরা তালার কপোতাক্ষ নদীর চর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর উপজেলার মাঝিয়াড়া শশ্মানঘাটের ওপারের নদীর চর থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন জানান, দুপুর গ্রামের বাসিন্দারা সাড়ে ১২ টার দিকে নদীর চরে নারীর মরদেহটি উপুড় হয়ে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে দুপুর  ২ টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
তালা থানার অফিসার্স- ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীর পরিচয় জানতে কাজ চলছে।  উক্ত ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর