বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল খান বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি দেশ ও জাতির ভবিষ্যৎ এবং জাতীয় নির্বাচন নিয়ে অত্যন্ত ফলপ্রসূ ও দিকনির্দেশনামূলক ছিল।
শুক্রবার বিকেলে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বিদ্যানন্দি ন্যাশনাল উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “ইনশাআল্লাহ, বিএনপির ওপর আস্থা রাখুন—দেশের জনগণের কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন যথাযথ সময়ে অনুষ্ঠিত হবে।”
তিনি বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দল ঐক্যবদ্ধভাবে কাজ করছে। এই সময়ে নিজেদের মধ্যে বিভক্তি বা মতবিরোধ ভুলে গিয়ে সকল নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
বাবুল খান আরও বলেন, “আওয়ামী লীগের দোসররা এখনও পলাতক থেকেও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তাই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে এবং রাজপথে বিএনপির অবস্থান আরও সুসংহত করতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন ভুলু। এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মুন্সী হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক ফজলে সোবহান শামীম, আলমগীর কবিরাজ, সাংগঠনিক সম্পাদক আয়ুব মোল্লা, যুবদল নেতা রওনক মুন্সী, শরীফ সোবহান এবং পৌর বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান পান্না প্রমুখ।
বক্তারা সবাই দ্রুত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের দাবি জানান এবং ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।