মজিবর রহমান,মঠবাড়িয়া( পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর জাতীয়তাবাদী দল (বিএনপির) পৌর শাখার কর্মীসভা -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ১০ মার্চ) জাতীয়তাবাদী দল (বিএনপি) পৌর শাখার আয়োজনে দিনব্যাপী পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সভা কক্ষে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। উক্ত পৌর শাখার কর্মী সভায় মঠবাড়িয়া পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব কেএম হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব নাজমুল আহসান কামাল মুন্সি এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় প্রধান অতিথি’র আসন অলংকৃত করেন কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।
সমাবেশে পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন।এ ছাড়াও বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা।কর্মী সভায়
অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব শামীম মিয়া মৃধা, সাবেক উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক এডভোকেট রফিকুল ইসলাম বাবুল,উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল, উপজেলা বিএনবির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহমেদ ফারুক,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ছাএদলের সভাপতি জসিম উদ্দিন ফরাজি সহ উপজেলা জাতীয়তাবাদী কৃষকদল,উপজেলা ছাএদল,যুবদল,সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং পৌর বিএনপির সকল ওয়ার্ডের সভাপতি / সম্পাদক গন। এ সময় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি’র বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে কাউন্সিল সম্পন্ন করতে হবে।দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার যে নির্দেশনা রয়েছে সেটি বাস্তবায়নের লক্ষে যে কোন মূল্যে জনগনের দোরগোড়ায় পৌছে দিতে হবে। এছাড়া তিনি দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য দলের নেতা -কর্মীদের তাগিদ দেন।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?