সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শ্রুতিধর এলাকায় এক ভয়াবহ সশস্ত্র ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
রোববার (৯ মার্চ) ভোররাতে মহাসড়ক সংলগ্ন আব্দুল কাইয়ুমের বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা ২০ ভরি স্বর্ণালংকার, নগদ অর্থ ও মূল্যবান দলিলপত্র লুট করে নিয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৭ লাখ টাকা।
সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে ৫-৬ সদস্যের ডাকাত দল বাড়ির দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। তারা ছুরি ও অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে।
এরপর স্টিলের বাক্স, আলমারি ও শোকেসের ড্রয়ার ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও জমির দলিল ছিনিয়ে নেয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ লুটপাটের পর দুষ্কৃতীরা ফাঁকা হাতে পালিয়ে যায়।
বাড়ির মালিক আব্দুল কাইয়ুম জানান, “ভোরে দুই ডাকাত ছুরি দিয়ে আমার গলা চেপে ধরে। ওদের ভয়ে আমি চিৎকার পর্যন্ত করতে পারিনি। আলমারি থেকে সব গহনা, টাকা আর দলিল নিয়ে যায়।” ঘটনায় পরিবারটির মানসিকভাবে ভেঙে পড়ার খবর জানান তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, মহাসড়কের পাশে হওয়ায় অপরাধীরা সহজে পালাতে পেরেছে। এ ঘটনায় এলাকায় নিরাপত্তাহীনতা ও আতঙ্ক তৈরি হয়েছে।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, “পুলিশ অভিযোগ পেলেই তদন্ত ও অভিযান শুরু করবে। আমরা প্রমাণ অনুসারে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।”
বর্তমানে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে আরও জানা যায়, ডাকাতি চালানোর আগে দুষ্কৃতীরা সম্ভবত বাড়িটি কয়েক দিন ধরে নজরদারি করেছিল।
নিরাপত্তা জোরদারে স্থানীয়দের প্রতি পুলিশের পরামর্শ থাকলেও ঘটনার প্রতিক্রিয়ায় এলাকাবাসী প্রশ্ন তুলেছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসনের তৎপরতা ও দ্রুত তদন্তের দাবি জানিয়েছে সাধারণ মানুষ।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?