আক্কাছ আলী, (মুন্সিগঞ্জ প্রতিনিধি)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় আলু পরিবহন কাজের কর্তৃত্ব ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ কারণে আলু পরিবহনের কাজ বন্ধ রয়েছে, যা কৃষকদের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
শুক্রবার (৭ মার্চ) রাত ১০টার দিকে ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের ভাটি চকে এই ঘটনা ঘটে।
এ সময় ২০ রাউন্ড গুলিবর্ষণ এবং ৫-৬টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে কেউ আহত হয়নি, তবে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনার পেছনে রয়েছে দীর্ঘদিনের আধিপত্য বিস্তার ও আলু পরিবহনের কর্তৃত্ব নিয়ে ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামের আব্দুল মালেকের ছেলে রমজান এবং হোগলাকান্দির লালু-সৈকত গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে।
রাজনৈতিক কারণে কিছুদিন এলাকায় বাইরে থাকা রমজান সম্প্রতি ফিরে এসে এলাকায় তার আধিপত্য বিস্তার করতে শুরু করেন। বর্তমান আলু উত্তোলন মৌসুমে ট্রাক্টর দিয়ে আলু পরিবহন করার সময় রমজান গ্রুপ পরিবহন কাজের ওপর কর্তৃত্ব নিতে চেষ্টা করে, যা নিয়ে লালু-সৈকত গ্রুপের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে হোগলাকান্দি গ্রামসংলগ্ন ভাটি চকে কৃষকদের জমি থেকে লালু-সৈকত গ্রুপের সদস্যরা তাদের ট্রাক্টরে আলু বস্তা লোড করতে গেলে রমজান গ্রুপের লোকজন তাদের বাধা দেয়।
এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রথমে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় এবং পরে উভয় পক্ষের মধ্যে থেমে থেমে গুলিবর্ষণ হয়, যা রাত বারোটা পর্যন্ত চলে।