রাঙামাটিতে বাংলাদেশ সেনাবাহিনীর টহলরত সদস্যদের ওপর পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফ এর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা পরবর্তী বন্দুকযুদ্ধে ২ সন্ত্রাসী নিহত হয়েছে।
নিহতদের পরিচয় নিশ্চিত হতে না পারলেও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৭নং লংগদু ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি মেম্বার জগদিশ চাকমা। তিনি জানান, লংগদু উপজেলাধীন কিসিং ছড়া এলাকায় বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে এই ঘটনা ঘটেছে।
নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, প্রসিত বিকাশের নেতৃত্বাধীন পার্বত্য চুক্তি বিরোধী উপজাতীয়দের সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) একটি সশস্ত্র সন্ত্রাসী দল অবস্থান করছে এমন সুনির্দিষ্ট তথ্যে ঘটনাস্থলে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহলদল গেলে তাদের ওপর গুলিবর্ষণ শুরু করে ইউপিডিএফ সন্ত্রাসীরা।
এ সময় আত্মরক্ষার্থে টহলরত সেনাবাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছুড়লে উভয়পক্ষ বন্দুকযুদ্ধে লিপ্ত হয়।
এসময় ইউপিডিএফ এর ২ সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়।
লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ একজন নিহতদের বিষয়টি নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেননি। এদিকে রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি পদে পদোন্নতি প্রাপ্ত) মারূফ আহামেদ জানিয়েছেন, আমাদের লংগদু থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। তারা ফিরে আসলে বিস্তারিত জানাব।

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী। এব্যাপারে আপনার মতামত কি?