মজনুর রহমান আকাশ, মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরে শুরু হয়েছে ৪ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ। আজ সোমবার সকাল ১০ টার সময় জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। স্বাগত বক্তব্য রাখেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যাহিদুল ইসলাম। এছাড়াও প্রথম দিনে প্রশিক্ষণ প্রদান করেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক আশাদুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুন।
প্রশিক্ষণে জেলার ২০ টি ইউনিয়নের ১৮ জন হিসাব সহকারী—কাম—কম্পিউটার অপারেটর ও দুটি ইউনিয়ন পরিষদের দুই জন প্রশাসনিক কর্মকর্তা অংশ নেয়।
প্রশিক্ষণে বক্তরা বলেন, আদালতের বেশিরভাগই মামলা হয় গ্রাম থেকে। সেগুলো বিচ্ছিন্ন ঘটনা নিয়ে যা গ্রামেই বসে শেষ করা যায়। কারণ আদালতে অনেক বড় বড় মামলা থাকে। যে কারণে আদালতে মামলা জট দেখা দেয়। সেক্ষেত্রে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করছে গ্রাম আদালত। আবার গ্রাম আদালতকে অমান্য করলে শাস্তিরও বিধান রয়েছে। তাই গ্রাম আদালত শক্তিশালী হলে আদালতে কমবে মামলা জট।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?