মোঃ তানসেন আবেদীন, নারায়ণগঞ্জ প্রতিনিধি :
ঢাকার যাত্রাবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের ওপর গুলি করে ফরিদ আহম্মেদ ছৈয়াল হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, কাউছার আহম্মেদ পলাশসহ ১৮১ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
নিহতের বাবা শাহআলম ছৈয়াল বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আদালত যাত্রাবাড়ী থানা পুলিশকে মামলাটি এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বেলা সাড়ে ১১ টার দিকে যাত্রাবাড়ী মোড়ে সাইনবোর্ড থেকে গণভবন যাওয়ার সময় মিছিলের ওপর গুলিবর্ষণ করা হয়। এসময় গুলিবিদ্ধ হন মিছিলের অংশগ্রহণকারী ফরিদ আহম্মেদ ছৈয়াল। তাকে সহকর্মীরা গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, পরদিন ৬ আগস্ট রাত সাড়ে ৮টায় হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় বাদী শাহআলম ছৈয়াল মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, ডিবি প্রধান হারুন, বনজ কুমার, শ্রমিক লীগ নেতা কাউছার আহমেদ পলাশ, ফতুল্লার আক্তার, সুমন, রাজ্জাক, রহিম বাদশা, আনোয়ারসহ ১৮১ জনের নাম উল্লেখ করেছেন।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?