মোঃ হাসনাইন আহমেদ, ভোলা
ভোলা সদর উপজেলায় প্রায় চার শতাধিক গরীব অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিন জোন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ইলিশা ইউনিয়নের ১৯নং মৌলভীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই মেডিকেল ফ্রী মেডিকেল ক্যাম্প করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো.সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, কোস্টগার্ড দক্ষিন জোনের মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ইয়াসমিন আক্তারের নেতৃত্বে ইলিশা ইউনিয়ন এলাকায় ফ্রী মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ৩৯০ জন অসহায় ও দুস্থ মানুষকে চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়। এদিকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ।
কোস্টগার্ড আরো জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্টগার্ড উপকূল ও চরাঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে আসছে। দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের মাঝে বিভিন্ন সময় ফ্রী মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে আসছে।
ভবিষ্যতেও সুবিধা বঞ্চিত মানুষের চিকিৎসা সেবাসহ বিভিন্ন জনসচেতনতামূলক কর্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।