মোঃ হাসনাইন আহমেদ, ভোলা
বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূল/নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। পাশাপাশি দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে।
মঙ্গলবার(২১ জানুয়ারি ) বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট চরমানিকা কর্তৃক ভোলা জেলার চরফ্যাশন উপজেলাধীন চরমানিকা এলাকায় একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে।
সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চলা মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চরাঞ্চলের প্রায় তিন শতাধিক অসহায়,গরীব, দুস্থ মানুষ ও শিশুদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করে কোস্টগার্ড মেডিকেল টিম।
তিনি আরও বলেন, মেডিকেল ক্যাম্পেইনের নেতৃত্ব দিয়েছেন সার্জন লেফটেন্যান্ট কমান্ডার আরবা মোঃ শাওন মুরসালিন এলমান, এএমসি।