শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
৩ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

ইসলাম ও জীবন

জান্নাতের খবরে কেন কাঁদলেন আবু বকর রা.?

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১০ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৯

জান্নাতের খবরে কেন কাঁদলেন আবু বকর রা.?

হজরত আবু বকর রা., ইসলামের প্রথম খলিফা ও একজন অত্যন্ত বিশুদ্ধ আত্মার মানুষ ছিলেন। তিনি আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা ও ভয়াবহতা পোষণ করতেন। একদিন নামাজের সময় তিনি হঠাৎ কান্না করে উঠলেন। এই ঘটনা সাহাবিদের মনে কৌতূহল জাগিয়ে তুলে।

নামাজ শেষে একজন সাহাবী তাকে জিজ্ঞেস করলেন, হে আবু বকর! আপনি কেন কান্না করছেন? উত্তরে হজরত আবু বকর রা. বললেন, আমি কুরআনের এক আয়াত পড়ে কান্না করছি। সেই আয়াতটি ছিল, হে বান্দা, আমি তোমার জানমাল কিনে নিলাম। বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম।(আত-তাওবা, আয়াত ১১১)

সাহাবিরা এই আয়াত শুনে অবাক হয়ে গেল। কারণ, এই আয়াতে জান্নাতের বড় খুশির খবর দেওয়া হয়েছে। কিন্তু হজরত আবু বকর রা. কেন এতে কাঁদছেন?

হজরত আবু বকর রা. তখন তাঁদেরকে একটি গল্প বললেন। তিনি বললেন, আমার একটি কাপড়ের দোকান আছে। একদিন এক মহিলা আমার কাছ থেকে কাপড় কিনেছিলেন। অনেক দিন পর তিনি এসে কাপড়টি ফেরত দিয়ে বললেন, আপনার কাপড় আমার পছন্দ হয়নি। আপনি আমার টাকা ফেরত দিন। আমি তাকে টাকা ফেরত দিয়ে দিলাম।

তিনি আরো বললেন, এই আয়াত থেকে আমি ভেবেছি, যদি হাশরের দিন আল্লাহ আমাকে বলেন, হে আবু বকর, তোমার আমল ফেরত নাও এবং এর বিনিময়ে যে জান্নাত দিয়েছিলাম তা ফেরত দাও। কারণ তোমার ইবাদত আমার পছন্দ হয়নি।এ সময় আবু বক্কর রা. বলেন, তাহলে আমি কী বলব? সেদিন তো আমার কাছে আর কিছুই থাকবে না। বড় ক্ষতিগ্রস্ত হবো আমি। এ চিন্তা করেই আমি কান্না করছি।

হজরত আবু বকর রা. -এর এই কথা থেকে আমরা অনেক মূল্যবান শিক্ষা লাভ করতে পারি। তিনি আমাদের শিখিয়েছেন, আমাদের হৃদয়কে ইমানের দৃঢ়তা ও আল্লাহর ভয় দ্বারা পরিপূর্ণ করতে হবে। আমাদের ইবাদত যেন শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হয়। যদি আমরা আমাদের ইবাদত আল্লাহকে খুশি করার জন্য না করে, অন্য কোনো উদ্দেশ্যে করি, তবে তা কখনোই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না।

কারণ,আমাদের সবসময় মনে রাখতে হবে যে, আমরা আল্লাহর কাছে দায়ী। আমরা যা কিছু করি, তার জন্য আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।

আল্লাহ তায়ালা আমরাদেরকে হজরত আবু বকর রা. এর জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন ।

 

এ সম্পর্কিত আরো খবর

আজকের নামাজের সময়সূচি

আজকের নামাজের সময়সূচি

১৭ জানুয়ারী ২০২৫

আজকের নামাজের সময়সূচি

আজকের নামাজের সময়সূচি

১৬ জানুয়ারী ২০২৫

আজকের নামাজের সময়সূচি

আজকের নামাজের সময়সূচি

১৪ জানুয়ারী ২০২৫

আজকের নামাজের সময়সূচি

আজকের নামাজের সময়সূচি

১৩ জানুয়ারী ২০২৫

আজকের নামাজের সময়সূচি

আজকের নামাজের সময়সূচি

১২ জানুয়ারী ২০২৫

আজকের নামাজের সময়সূচি

আজকের নামাজের সময়সূচি

১১ জানুয়ারী ২০২৫

আজকের নামাজের সময়সূচি

আজকের নামাজের সময়সূচি

১০ জানুয়ারী ২০২৫

আজকের নামাজের সময়সূচি

আজকের নামাজের সময়সূচি

০৯ জানুয়ারী ২০২৫