ভোলা প্রতিনিধি:
স্মার্ট ইউথ ফোরাম ঢাকাস্থ ভোলাবাসীর আয়োজনে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে সদরঘাট সহ বরিশাল বিভাগের সকল লঞ্চঘাটে যাত্রী হয়রানির প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার ( ২৮ জানুয়ারী) বিকাল সাড়ে তিনটায় ঢাকা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় স্মার্ট ইউথ ফোরাম এর নেতৃবৃন্দ লঞ্চ যাত্রীদের পক্ষে ৫ দফা দাবি উপস্থাপন করেন। দাবীগুলো হলো:
১. প্রতিটি লঞ্চঘাটে সরকার নির্ধারিত টিকেটের মূল্য এবং মালামাল পরিবহনের রেট, টোল চার্ট বড় স্টীলের সাইনবোর্ডে স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে।
২.গণমাধ্যমে প্রচারণা: টিকেট ও মালামালের জন্য ধার্যকৃত ঘাটের রেট টোল চার্ট নিয়মিতভাবে টেলিভিশন ও অন্যান্য গণমাধ্যমে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করতে হবে।
৩. সিন্ডিকেট বন্ধ: ঘাটে বিদ্যমান সিন্ডিকেট ও দখলদারদের কার্যক্রম দ্রুত বন্ধ করে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
৪. কর্তৃপক্ষের জবাবদিহিতা: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (BIWTA) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কার্যক্রম কঠোর নজরদারিতে রেখে তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
৫. প্রবাসীদের নিরাপত্তা: প্রবাসীদের যাতায়াতের হয়রানি রোধে বিশেষ তদারকি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।
এসময় বক্তারা বলেন, ঢাকা সদরঘাটসহ বরিশাল বিভাগের সবগুলো লঞ্চঘাটে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। ঘাটের লেভাররা যাত্রীদের সাথে মালামাল দেখলেই মোটা অংকের চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে লেভাররা যাত্রীদের গায়ে হাত তুলতেও দ্বিধা করে না। প্রবাসীরা সবচেয়ে বেশি হয়রানির শিকার হন। এছাড়াও তারা সরকারের নীতি নির্ধারণী কর্তৃপক্ষ এবং আইন প্রয়োগকারী প্রশাসনের কড়া দৃষ্টি কামনা করছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপদেষ্টা এডভোকেট মহিব উল্লাহ খোকন। স্মার্ট ইউথ ফোরামের সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শাহাদাত খন্দকার, সাংগঠনিক সম্পাদক মো. নাঈম, ইঞ্জিনিয়ার সাজিদুর ইসলাম ও মাইনুদ্দিনসহ প্রমুখ। এছাড়াও ভোলা বরিশাল সহ দক্ষিনাঞ্চলের শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।