সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের তিস্তার চরাঞ্চলে আগাম আলুর দাম ১৫ টাকা কেজিতে নেমে যাওয়ায় কৃষকেরা বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছেন।
কাকিনা এলাকার কৃষক আবিদুর রহমান বলেন, “বীজ, সার, ও কীটনাশকের বাড়তি খরচ মেটানো সম্ভব হচ্ছে না। গত বছর আলুর দাম ৮০ টাকা কেজি হলেও, এবারের আগাম আলুর বাজারে হঠাৎ ধস নামায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।”
কৃষি বিভাগ জানায়, এ বছর রংপুর অঞ্চলে ৫৫ হাজার ৪৩৫ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। আগাম আলু চাষ হয়েছে প্রায় ১২ হাজার হেক্টর জমিতে। ক্ষতির পরিমাণ আরও বাড়িয়ে দিচ্ছে চলতি শৈত্যপ্রবাহ। মহিপুর, গান্নারপার, পূর্ব ইছলী ও ছালাপাক এলাকায় সরেজমিনে দেখা গেছে, কৃষকরা আগাম আলু তোলায় ব্যস্ত।
পারুলিয়া এলাকার হারুন মিয়া বলেন, “৫২ টাকা কেজি দরে বীজ কিনে আলু চাষ করেও ১৫ টাকা কেজি দামে বিক্রি করতে হচ্ছে, যা উৎপাদন খরচ তোলে আনার চেয়ে অনেক কম। এই পরিস্থিতিতে আলু চাষীদের ক্ষতি পূরণের কোনো বিকল্প পথ নেই।”
মহিপুর এলাকার পাইকাররা জানিয়েছেন, ঢাকার পাইকাররা মোবাইলে চুক্তি অনুযায়ী টাকা দিলে আলু পাঠানো হয়। তবে, হঠাৎ দাম কমে যাওয়ায় তাদের লাভও কমে গেছে। কৃষকরা বর্তমানে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।