ভোলার লালমোহনে প্রকাশে জাটকা ইলিশ বিক্রি করার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারী) সকালে লালমোহন উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কম্বিং অপারেশন এবং জাটকা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে লালমোহন মাছ বাজার ও গজারিয়া মাছ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পৃথক দুটি মোবাইল কোর্ট মাধ্যমে ১৫ কেজি জাটকা ইলিশ জব্দ এবং দুই জন মাছ ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহ আজিজ জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী আটক দুজনকে পাচঁ হাজার করে সর্বমোট দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত জাটকা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো: সাইদুর রহমান, ক্ষেত্র সহকারী মো: নেছার উদ্দিন, লালমোহন থানার এসআই হাবিবুর রহমানসহ পুলিশ ফোর্স ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।