শেখ নজরুল ইসলাম (তালা উপজেলা প্রতিনিধি)
তালা মাহফিল কমিটির উপদেষ্টা ডাঃ মোঃ মিজানুর রহমান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক পদে পদায়ন পাওয়াই তালা আদর্শ যুব সংঘের সদস্যদের মাঝে আনন্দ লক্ষ করা যায়, গতকাল ১৪ ডিসেম্বর রাতে আদর্শ যুব সংঘের সভাপতি শেখ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জি এম ইমদাদুল হক পলাশ, সহ সভাপতি শেখ আরিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মীর নাহিদুল ইসলাম,
সমাজ কল্যাণ সম্পাদক মহিবুল্লাহ মহিব, ক্রীড়া সম্পাদক ইমরান হোসেন সোহেল, সহ অনেক সাথে কথা বললে তারা জানান, তালা আদর্শ যুব সংঘের মাহফিল বাস্তবায়ন কমিটির উপদেষ্টা, খুলনা ফুলতালার কৃতি সন্তান, স্বাস্থ্য খাতের তুমুল জনপ্রিয় ব্যক্তিত্ব ডাঃ মোঃ মিজানুর রহমান স্যার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক পদে পদায়ন পাওয়ায় আমরা তালাবাসী আনন্দিত, আমরা বিশ্বাস করি মানুষের সেবার মান আরো বৃদ্ধি পাবে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরিবেশ আগে থেকে আরো সুন্দর হবে।
যুব সংঘের সভাপতি শেখ নজরুল ইসলাম বলেন স্যারের কাছে তালা থেকে যেই যেতে তালার কথা বললেই দ্রুত সেবা পেতেন, আল্লাহ দরবারে শুকরিয়া কারণ মানুষের সেবা করার জন্য আবারো সুযোগ পেলো, এই ব্যস্ততার মাঝেও স্যারের কাছে কোনো রোগী তালার পরিচয় দিয়ে স্যার বিশেষ বিবেচনায় দেখতেন সবাই স্যারের জন্য দোয়া করবেন । যুব সংঘের সাধারণ সম্পাদক পলাশ বলেন স্যার আগে যখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আরএমও ছিলেন তখন আমরা দেখেছি স্যারের সেবা, আরো বিশেষ করে ওই সময় করোনাকালীন সময় ছিল, স্যারের সেবার মান অনেক ভালো যা বলে শেষ করা যাবে না, স্যারের জন্য শুভকামনা রইল সব সময়।
যুব সংঘের নাহিদ মহিব সোহেল আরিফ সহ অনেকে বলেন এমন একজন যোগ্য মানুষকে যোগ্য জায়গায় আনার জন্য সংশ্লেষ্য সবার কাছে কৃতজ্ঞতা। এদিকে তালার বহু যুবক এবিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তাকে শুভেচ্ছা জানান। যুব সংঘ সূত্র বলছেন ডাঃ মোঃ মিজানুর রহমান এর আগে কয়েকবার তালা সফর করেছেন এবং তিনি তালা মাহফিল বাস্তবায়ন কমিটির উপদেষ্টা। জানা যায় খুব দ্রুত আদর্শ যুব সংঘের প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তালাবাসীর পক্ষ থেকে আনুষ্ঠানিক শুভেচ্ছা জানাবেন।