নাটোর জেলা প্রতিনিধিঃ ২০০৪ সালের ঘটনায় ২০০৭ সালে বিস্ফোরক দ্রব্য আইনে করা এক মামলায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাটোর-২ সদর আসনের সাবেক এমপি ও মন্ত্রী এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিচারিক আদালতের দেওয়া ১২ বছরের দন্ড থেকে খালাস দিয়ে রায় ঘোষনা করেছেন হাইকোর্ট।
দুলু সহ ২৮ জনের আপিল মন্জুর করে (১০ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন এর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আপিলের পক্ষে আইনজীবী ছিলেন, আরিফুল ইসলাম।
তিনি জানান, ২০০৪ সালের ফেব্রুয়ারী মাসের ০৭ তারিখে নাটোরে ১৮ টি বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। সে ঘটনায় ঐ বছরই মামলা হয়। একই ঘটনায় ২০০৭ সালে ২৫ ফেব্রুয়ারী আরেকটি মামলা হয়। ওই মামলায় রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ ১০৫ জনকে আসামী করা হয়।
নাটোরের বিশেষ জজ আদালত ২০০৭ সালে ২৩ আগষ্ট বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু কে ১২ বছর এবং আরোও ৮৩ আসামীকে ১০ বছরের সাজা দেন। এর বিরুদ্ধে ২০০৭ সালে আপিল করা হয়।
২৮ জনের আপিল শুনানি শেষে হাইকোর্ট খালাস দিয়েছেন।
আইন অনুযায়ী একই ঘটনায় একই ব্যক্তিকে দুইবার বিচারের আওতায় আনা যাবে না। যেহেতু একই ঘটনায় ২০০৪সালে মামলা হয়েছিল, সেই মামলা চলা অবস্থায় ২০০৭ সালে আরেকটি মামলা করা হয়।
সেই মামলায় ছয় মাসে বিচার করে সাজা দেওয়া হয়েছিল বলে জানান আইনজীবী আরিফুল ইসলাম।