বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

পরীক্ষামূলক সংস্করণ

ভ্রমণ

মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর পড়ল ফানুস

নতুন বছরকে স্বাগত জানিয়ে শনিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীতে ওড়ানো হয়েছে অসংখ্য ফানুস। এই ফানুস উড়ে এসে পড়েছে মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর। দুর্ঘটনা রোধে দুই ঘণ্টার জন্য মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে। রবিবার (১ জানুয়ারি) সকালে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, প্রতিদিন সকালে ৮টার আগেই চারটি খালি ট্রেন উত্তরা থেকে আগারগাঁওয়ে নিয়ে যাওয়া […]

নিউজ ডেস্ক

০১ জানুয়ারী ২০২৫, ১২:২৯

নতুন বছরকে স্বাগত জানিয়ে শনিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীতে ওড়ানো হয়েছে অসংখ্য ফানুস। এই ফানুস উড়ে এসে পড়েছে মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর। দুর্ঘটনা রোধে দুই ঘণ্টার জন্য মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে।

রবিবার (১ জানুয়ারি) সকালে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, প্রতিদিন সকালে ৮টার আগেই চারটি খালি ট্রেন উত্তরা থেকে আগারগাঁওয়ে নিয়ে যাওয়া হয়। সেগুলো ৮টা থেকে চলাচল শুরু করে। আজ সকালে যাওয়ার পথে মিরপুর এলাকার বৈদ্যুতিক লাইনে বেশ কিছু ফানুস আটকে থাকতে দেখা যায়। পরে ট্রেনগুলো লাইনেই থামিয়ে রাখা হয়। তবে উত্তরা থেকে আগারগাঁওয়ের উদ্দেশে রওনা দেওয়ার জন্য ট্রেন প্লাটফর্মে প্রস্তুত রাখা হয়েছে।’

পরবর্তী সময়ে বৈদ্যুতিক লাইন অফ করে অপসারণের কাজ শুরু হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

এই ব্যাপারে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, ম্যানুয়ালি এই ফানুস একটা একটা করে পরিষ্কার করতে হবে। এটা শেষ না করা পর্যন্ত ট্রেন চালানো হবে না। দুর্ঘটনা এড়াতেই ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

ভ্রমণ

উদ্বোধন হচ্ছে বৃহস্পতিবার, ঢাকায় গোলাপি বাসে চড়তে লাগবে টিকিট

গাজীপুরের আব্দুল্লাহপুর হয়ে ঢাকা শহরে চলা ২১টি কোম্পানির বাস টিকিট কাউন্টারভিত্তিতে চলবে আগামী বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) থেকে। এভাবে চলবে প্রায় ২ হাজার ৬১০টি বাস। যাত্রীরা কাউন্টার থেকে টিকিট কেটে উঠবেন। আর সব বাস হবে গোলাপি রঙের। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর পরীবাগে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য […]

ফারজিন লিটু

০৪ ফেব্রুয়ারী ২০২৫, ২২:১৬

গাজীপুরের আব্দুল্লাহপুর হয়ে ঢাকা শহরে চলা ২১টি কোম্পানির বাস টিকিট কাউন্টারভিত্তিতে চলবে আগামী বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) থেকে। এভাবে চলবে প্রায় ২ হাজার ৬১০টি বাস। যাত্রীরা কাউন্টার থেকে টিকিট কেটে উঠবেন। আর সব বাস হবে গোলাপি রঙের।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর পরীবাগে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আব্দুল্লাহপুর থেকে ঢাকার বিভিন্ন রুটে টিকিট কাউন্টার ভিত্তিতে বাস পরিচালনার উদ্যোগ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, গত ১৬ বছর ধরে নিয়মনীতির তোয়াক্কা না করে ঢাকা শহরে বাস-মিনিবাস চুক্তিতে যাত্রী পরিবহণ করেছে। এতে রুটে গাড়ি চলাচলে অসম প্রতিযোগিতা সৃষ্টি হয়। যত্রতত্র যাত্রী ওঠা-নামা করার কারণে যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি এবং দুর্ঘটনা ঘটছে। ১৯ ডিসেম্বর সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে সড়ক পরিবহণ সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরে যানজট নিরসন এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী গাড়ির মালিকদের চালকদের সঙ্গে ট্রিপভিত্তিক চুক্তি না করে পাক্ষিক বা মাসিক ভিত্তিতে চুক্তি সম্পাদন করতে বলা হয়েছে।

আগামী বৃহস্পতিবার প্রাথমিকভাবে গাজীপুর থেকে ঢাকার বিভিন্ন গন্তব্যে টিকিট কাউন্টার ভিত্তিতে চালকরা গাড়ি চালাবেন। সকাল সাড়ে ১০টার দিকে আব্দুল্লাহপুর থেকে কাউন্টার সার্ভিসের শুভ উদ্বোধন করা হবে।

চলতি মাসের মধ্যে মিরপুর, গাবতলী, মোহাম্মদপুরে চলাচল করা বাস টিকিট কাউন্টারের মাধ্যমে পরিচালনা করা হবে জানিয়ে সাইফুল আলম বলেন, এখন থেকে গাড়ি কাউন্টার পদ্ধতিতে চালাতে হবে। যাত্রীরা নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে গাড়িতে যাতায়াত করবেন। নির্দিষ্ট স্টপেজ ছাড়া গাড়ি দাঁড় করানো যাবে না এবং যাত্রী ওঠানো যাবে না। যাত্রীরাও নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কেটে বাসে উঠবেন।

টিকিট কাউন্টার ভিত্তিতে গাড়ি পরিচালনায় বাসচালক এবং সহকারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জানিয়ে সাইফুল আলম বলেন, টিকিট পদ্ধতিতে যাত্রী পরিবহণে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া পরিবহণ শ্রমিকরা যাতে যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করেন, তা বলা হয়েছে।

সংবাদ সম্মেলনে ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি এমএ বাতেন, কোষাধ্যক্ষ এএসএম আহম্মেদ খোকন, দপ্তর সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ভ্রমণ

ভিসা পরিষেবায় নতুন পদ্ধতি চালু করছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস

মার্কিন ভিসার জন্য নতুন একটি পদ্ধতি বাস্তবায়ন করতে যাচ্ছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। আগামী ৮ ফেব্রুয়ারি (শনিবার) থেকে যেটি কার্যকর করা হবে। সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়। এতে বলা হয়, আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে শুক্রবারের (৭ ফেব্রুয়ারি) মধ্যে www.ustraveldocs.com ওয়েবসাইটটি থাকবেনা। মার্কিন দূতাবাস জানিয়েছে, ৮ ফেব্রুয়ারি থেকে নতুন পদ্ধতিতে […]

ফারজিন লিটু

০৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১:৫৩

মার্কিন ভিসার জন্য নতুন একটি পদ্ধতি বাস্তবায়ন করতে যাচ্ছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। আগামী ৮ ফেব্রুয়ারি (শনিবার) থেকে যেটি কার্যকর করা হবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

এতে বলা হয়, আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে শুক্রবারের (৭ ফেব্রুয়ারি) মধ্যে www.ustraveldocs.com ওয়েবসাইটটি থাকবেনা।

মার্কিন দূতাবাস জানিয়েছে, ৮ ফেব্রুয়ারি থেকে নতুন পদ্ধতিতে তাদের ওয়েবসাইট সেবা শুরু করতে যাচ্ছে।

তবে বুধ থেকে শুক্রবারের মধ্যে যেসব ভিসা আবেদনকারীর সাক্ষাৎকারীর সময় নির্ধারণ করা আছে, তারা নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত হবেন।

৪ ফেব্রুয়ারি থেকে নন-ইমিগ্রেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট প্রকাশ শুরু হবে। প্রতি মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নন-ইমিগ্রেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট পাওয়া যাবে।
ভিসাপ্রত্যাশীদের আবেদন এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য দূতাবাসে ওয়েবসাইটে ভিজিট করার অনু‌রোধ করা হ‌য়ে‌ছে।

ভ্রমণ

বিদেশ ভ্রমণে ব্লকলিস্টেড করে বিগত সরকার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে হয়রানির ঘটনা ঘটেছে। এই ঘটনাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। এসবি জানায়, বিগত সরকারের শাসনামলের ‘ব্লকড লিস্ট’ এর কারণে ভুলবশত এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে। এ তালিকায় কয়েক হাজার লোককে অন্তর্ভুক্ত করা হয়েছিল। যাতে করে তাদের বিদেশ সফরের সময় আটকে […]

নিউজ ডেস্ক

২৪ নভেম্বর ২০২৪, ১৭:১৭

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে হয়রানির ঘটনা ঘটেছে। এই ঘটনাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।

এসবি জানায়, বিগত সরকারের শাসনামলের ‘ব্লকড লিস্ট’ এর কারণে ভুলবশত এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে। এ তালিকায় কয়েক হাজার লোককে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

যাতে করে তাদের বিদেশ সফরের সময় আটকে দেওয়া যায় বা বিদেশ ভ্রমণ থেকে বিরত রাখা যায়।

রোববার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

এসবি জানায়, ঘটনার বিষয়ে পুলিশের বিশেষ শাখা (এসবি) তদন্ত শুরু করেছে। ইতোমধ্যেই এ ঘটনায় অভিযুক্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর পুলিশের বিশেষ শাখা আগের তালিকা থেকে রাজনৈতিক ব্যক্তিবর্গ, ভিন্নমতাবলম্বী, সাংবাদিক ও অধিকারকর্মীদের বাদ দিতে শুরু করে।

কাজটির বেশির ভাগই হাতে-কলমে করা হচ্ছে। ফলে কিছু ভিন্নমতাবলম্বী ও সাংবাদিকের নাম এখনো রয়ে গেছে। তালিকাটি দ্রুত যাচাই করে সংশোধন করার চেষ্টা করা হচ্ছে।

নুরুল কবিরকে হয়রানির ঘটনায় দুঃখ প্রকাশ করে এসবি জানায়, বাংলাদেশ পুলিশ জনগণের বন্ধু। দেশ ও জনগণের সেবায় পুলিশ বাহিনী দৃষ্টান্ত গড়তে চায়।