ফেনীতে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন সাবেক ঢাকা সিটি করপোরেশন মেয়র ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নে বন্যাকবলিত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
মির্জা আব্বাস জানান, ফেনীর বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সাবেক প্রধানমন্ত্রীর খালেদা জিয়া নির্দেশ দিয়েছেন। এ ছাড়া বন্যাকবলিত মানুষের পাশে বর্তমান সরকারের পাশাপাশি সার্বক্ষণিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি। যতক্ষণ পর্যন্ত বানভাসী মানুষের সহযোগিতার প্রয়োজন হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পাশে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনীর সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. আবু আহমদ মজুমদার, বিএনপি নেতা সাবেক মেয়র আলমগীর বিএ, প্রবাসী বিএনপি নেতা বাবু, কফিল উদ্দিন সরকার প্রমুখ।