বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
৩০ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

ভ্রমণ

মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর পড়ল ফানুস

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০১ জানুয়ারী ২০২৫, ১২:২৯

মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর পড়ল ফানুস

নতুন বছরকে স্বাগত জানিয়ে শনিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীতে ওড়ানো হয়েছে অসংখ্য ফানুস। এই ফানুস উড়ে এসে পড়েছে মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর। দুর্ঘটনা রোধে দুই ঘণ্টার জন্য মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে।

রবিবার (১ জানুয়ারি) সকালে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, প্রতিদিন সকালে ৮টার আগেই চারটি খালি ট্রেন উত্তরা থেকে আগারগাঁওয়ে নিয়ে যাওয়া হয়। সেগুলো ৮টা থেকে চলাচল শুরু করে। আজ সকালে যাওয়ার পথে মিরপুর এলাকার বৈদ্যুতিক লাইনে বেশ কিছু ফানুস আটকে থাকতে দেখা যায়। পরে ট্রেনগুলো লাইনেই থামিয়ে রাখা হয়। তবে উত্তরা থেকে আগারগাঁওয়ের উদ্দেশে রওনা দেওয়ার জন্য ট্রেন প্লাটফর্মে প্রস্তুত রাখা হয়েছে।’

পরবর্তী সময়ে বৈদ্যুতিক লাইন অফ করে অপসারণের কাজ শুরু হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

এই ব্যাপারে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, ম্যানুয়ালি এই ফানুস একটা একটা করে পরিষ্কার করতে হবে। এটা শেষ না করা পর্যন্ত ট্রেন চালানো হবে না। দুর্ঘটনা এড়াতেই ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর