বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
৩০ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

রাজনীতি

রিমান্ড শেষে কারাগারে সাবেক মেয়র আতিক

নিউজ ডেস্ক

প্রকাশঃ ২২ নভেম্বর ২০২৪, ১৮:০৬

রিমান্ড শেষে কারাগারে সাবেক মেয়র আতিক

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর আজমপুর বাসস্ট্যান্ডে গুলিতে বকুল মিয়া নিহতের মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৩ নভেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন।

এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে আতিকুল ইসলামকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা উত্তরা জোনাল টিমের পরিদর্শক মাহমুদুর রহমান। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে আতিককে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরদিন মোহাম্মদপুর থানার আলাদা তিন হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর বকুল মিয়া হত্যা মামলায় গত ১৩ নভেম্বর তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এ সম্পর্কিত আরো খবর