শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
১০ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

রাজনীতি

এজলাসে দাঁড়িয়ে হাতকড়া না পরানোর অনুরোধ করলেন: শাহজাহান খান

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১১ নভেম্বর ২০২৪, ১৭:১৭

এজলাসে দাঁড়িয়ে হাতকড়া না পরানোর অনুরোধ করলেন: শাহজাহান খান

আমি কয়েকবারের এমপি। আমাকে হাতকড়া পরাবেন না, বলে দাবি জানান সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান।

আজ সোমবার সকালে রাজধানীর পল্টন, যাত্রাবাড়ী ও মিরপুর থানার একাধিক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখাতে সাবেক শাহজাহান খানসহ ৮ জনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে সেখানে বিচারকের উদ্দেশ্যে এ অনুরোধ করেন তিনি।

এ সময় আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন তাদের জামিন আবেদন করে শুনানি করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জামিন আবেদনের বিরোধিতা করে আসামিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর অনুরোধ করেন।

শুনানি শেষে পুলিশের আবেদন আমলে নিয়ে আসামিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত।

এ সম্পর্কিত আরো খবর