মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
৭ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

রাজনীতি

গাংনীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ।

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১০ নভেম্বর ২০২৪, ১৪:৫০

গাংনীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ।

মেহেরপুর প্রতিনিধি (১০/১১/২০২৪):

আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সম্ভাব্য ধ্বংসাত্মক কর্মকা- প্রতিরোধে বিক্ষোভ সমাবেশ করে রাজপথে অবস্থান নিয়ে মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপি। রবিবার (১০ নভেম্বর) সকাল সাতটা থেকে পৌর এলাকায় মিছিলসহ অবস্থান করে।

গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে নেতাকর্মীরা ভোর থেকে গাংনী উপজেলা শহরে বিক্ষোভ মিছিল শুরু করে। শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে মিছিল ও সমাবেশ থেকে আওয়ামী লীগের নাশকতা কার্যক্রমের প্রতিরোধের ঘোষণা দেন আসাদুজ্জামান বাবলু। বিক্ষোভ সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করে।

এ সম্পর্কিত আরো খবর