মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধি ঃ
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামীলীগ একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল। এই ফ্যাসিস্ট রাজনৈতিক দলের স্থান বাংলাদেশের মাটিতে আর কোনদিনও হবে না। দেশের মানুষ এই ফ্যাসিস্ট আ’লীগকে আর কোনদিনও মেনে নিবে না।
শনিবার (৯ নভেম্বর) বিকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল হাপানিয়া স্কুল এন্ড কলেজে মাঠে ৪ নং পিপরুল ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন,প্রতিবেশী দেশ ভারতে পতিত স্বৈরাচার সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা ষড়যন্ত্রে লিপ্ত।
দেশ প্রেমিক ছাত্র জনতাকে তাই থেমে গেলে চলবে না। ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করে যেতে হবে।
শেখ হাসিনার ফাঁস হওয়া সর্বশেষ ফোন আলাপে বুঝা যায় ক্ষমতার জন্য তারা কি করতে পারে। তিনি ও তার বাবার ছবি নয়,এবার ডোনাল ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করার জন্য এবং সেই মিছিলে হামলা বা বাঁধা হলে ছবি তুলে তাকে পাঠানোর জন্য তিনি নির্দেশ দিয়েছেন।
আর সেই ছবি তিনি ডোনাল ট্রাম্পের কাছে পাঠিয়ে বোঝাবেন বাংলাদেশ এখন তার বিরুদ্ধে। দুলু বলেন, কোন ষড়যন্ত্রেই আর কাজ হবে না। দেশের মানুষ ফ্যাসিস্ট হাসিনা কে কখনোই মেনে নিবে না। ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ফ্যাসিস্ট রানী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। তার অনেক দোসরই রাতের অন্ধকারে ভারতে পালিয়ে গেছে।
পালিয়ে থেকে এসব দোসরেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশকে অশান্ত করার হুমকি দিয়ে যাচ্ছে। এদেশের মানুষ তাদের হুমকি ও ষড়যন্ত্রকে রুখে দিতে প্রস্তুত আছে।
পিপরুল ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, দুলুর সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাজী শাহ আলম, যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম,
ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম, নলডাঙ্গা থানা বিএনপির সভাপতি আতিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন, নলডাঙ্গা পৌর বিএনপির সভাপতি এম এ হাফিজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, পিপরুল ইউনিয়ন বিএনপি নেতা মহির উদ্দিন, সাইদুল ইসলাম প্রমুখ।