কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, দেশের সংস্কার ছাড়া নির্বাচন দিলে তা সফল হবে না। তিনি বলেন, নির্বাচন যেন অর্থবাণিজ্যের খেলা না হয়, সে জন্য দলীয়ভাবে সৎ ও সংগঠিত থাকা অত্যন্ত জরুরি। জামায়াতে ইসলামীর মধ্যে দলীয় কোন্দল বা মনোনয়ন বাণিজ্যের কোনও জায়গা নেই, আগামীতেও থাকবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
রোববার দুপুরে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বলেন, অন্য রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর আহ্বান জানাচ্ছি। আমরা আমাদের এলাকার জনসাধারণের সেবা দিতে চাই। তাই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আজ আসা। যদিও এর আগেও ব্যক্তিগতভাবে এসেছি, আজকে আমি সাংগঠনিকভাবে এসেছি।
হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরে তিনি বলেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে। আমি এখানে এসে অনেক কিছু শুনেছি, যেগুলো উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে বলেন, হাসপাতালে জনবল সংকট রয়েছে, যা পূরণ করা হলে কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হবে।
চিকিৎসা সেবায় দালালদের দৌরাত্ম্য ও হাসপাতালের কিছু স্টাফের দুর্নীতির প্রসঙ্গে মুফতি আমির হামজা বলেন, এসব বিষয় হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে আলোচনা হয়েছে এবং তিনি সমাধানের আশ্বাস দিয়েছেন। তবে এই আশ্বাস কার্যকর না হলে, আমরা বিষয়টি আবারও দেখব। শুধু একবার নয়, প্রয়োজন হলে বারবার দেখা হবে।
তিনি আরও বলেন, কুষ্টিয়াকে একটি আধুনিক জেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। আমি বিভিন্ন দেশ ঘুরেছি এবং দেখেছি আধুনিকায়নের কী ধারা থাকে—আমাদের কুষ্টিয়াও তেমনভাবে উন্নত হবে ইনশাল্লাহ।
উল্লেখ্য, পরিদর্শন শেষে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নাসির উদ্দীনের সাথে চিকিৎসা সেবার মান উন্নয়ন এবং অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন জামায়াতের এই সংসদ সদস্য প্রার্থী।