নোয়াখালীর দুটি গ্রামের সন্তান—ইসলামী বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া দুই মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন বাস্তবায়নে পাশে দাঁড়ালেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। সোমবার (৯ জুন) বিকেলে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
‘আলোকিত নাগরিক সমাজ নোয়াখালী’-এর উদ্যোগে এ সংবর্ধনায় জেলার সদর ও সুবর্ণচর উপজেলার বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে এক শিক্ষার্থী তার দারিদ্র্যপীড়িত জীবনের গল্প তুলে ধরলে জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ তাৎক্ষণিকভাবে ছাত্রদল সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করেন এবং তার পড়াশোনার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। সেই প্রস্তাবে সাড়া দিয়ে নাছির উদ্দিন নাছির জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিনি উক্ত শিক্ষার্থীর সম্পূর্ণ শিক্ষাব্যয় বহন করবেন।
পরে আরও একজন অভিভাবক তার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো নিয়ে অসচ্ছলতার কথা জানালে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো দ্বিতীয় শিক্ষার্থীর দায়িত্ব গ্রহণের অনুরোধ করেন। সেখানেও একই উদারতায় সাড়া দেন ছাত্রদলের সাধারণ সম্পাদক।
নাছির উদ্দিন নাছির বলেন,
“দুইজন মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন শুধুমাত্র আর্থিক কারণে থেমে যাবে, তা হতে পারে না। তাই আমি তারেক রহমানের পক্ষ থেকে তাদের স্বপ্নপূরণে সহায়তা করছি। এটাই আমাদের দায়িত্ব, এটাই আমাদের রাজনৈতিক ও মানবিক অঙ্গীকার।”

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী। এব্যাপারে আপনার মতামত কি?