জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, একটি দল বারবার কোল বদল করে। কিছুদিন বিএনপির কোলে আবার কিছুদিন আওয়ামী লীগের কোলে থাকেন। আবার সুবিধা পেলে জাতীয় পার্টির কোলেও উঠেছেন। দলটিকে স্থির হওয়ার আহবান জানান তিনি।
এ সময় তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে না পারায় বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, যদি না পারেন তা হলে দায়ী উপদেষ্টাদের বরখাস্ত করেন।
বুধবার বিকালে সিলেটের রেজিস্ট্রারি মাঠে সিলেট জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোয়াজ্জেম হোসেন আলাল এসব কথা বলেন।
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ ও সহনীয়পর্যায়ে নিয়ে আসা, আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন, গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনকালীন রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে বিরাজমান ফ্যাসিবাদী শাসনের নানা চক্রান্ত ও অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।
গণসমাবেশে দুপুর ১টা থেকেই মিছিল নিয়ে জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন ইউনিট থেকে মিছিল নিয়ে জড়ো হন দলীয় নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতারা মঞ্চে ওঠেন বিকাল ৩টার কিছু আগে।
প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই পতিত আওয়ামী লীগ সরকারের নানা সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা এখন আওয়ামী লীগের নেত্রী না। তিনি তার পরিবারের নেত্রী। তাই পরিবারের সবাইকে নিয়ে দেশ ছেড়েছেন। তাদের পরিবারের কেউ এখন পর্যন্ত গ্রেফতার হয়নি।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আলাল বলেন, আপনারা (আওয়ামী লীগ) জাতীর কাছে ক্ষমা চান। তওবা করেন, আপা আপা বললে আর লাভ হবে না।
তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, দেশের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কষ্ট পাচ্ছে। অথচ এই সরকার আওয়ামী লীগ ছাড়া বাকি সব দল ও দেশের মানুষের সমর্থনে গঠন হয়েছে। কিন্তু মানুষের দুর্ভোগ লাগব করতে পারছে না।
এত সমর্থন থাকার পরেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে ব্যর্থ এই সরকার। দাম কমাতে না পারলে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে। বাণিজ্য উপদেষ্টা চাইলেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেন।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সময় কোনো বিষয় নয়, নিরপেক্ষ নির্বাচনই আসল কথা। তাঁর এই বক্তব্যে আপনার সমর্থন আছে কি?