আল্লাহর কাছে প্রিয় বান্দারা বিশেষ কিছু বৈশিষ্ট্যের অধিকারী হন, যা তাদের অনন্য ও মর্যাদাসম্পন্ন করে তোলে। তাঁদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো গভীর রাতে নামাজে মশগুল থাকা। যখন দুনিয়া ঘুমিয়ে থাকে, তখন তাঁরা লোকচক্ষুর অন্তরালে নিজের প্রভুর উদ্দেশ্যে সিজদারত ও দণ্ডায়মান থাকেন। তাঁরা জানেন, এই সময়টিতে আল্লাহ বান্দার সবচেয়ে নিকটে থাকেন।
আমাদের অনেকের ধারণা ছিল, আল্লাহ যদি তাঁর সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত মানুষের কথা বলেন, তাহলে তিনি তাঁদের দিয়েই শুরু করবেন, যারা সবচেয়ে বেশি নামাজ আদায় করেন। বিশেষত, রাতের শেষ প্রহরে, যখন আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বান্দার দু’আ কবুল করেন। কিন্তু আল্লাহ আমাদের বিস্মিত করেছেন! তিনি সেখান থেকেই শুরু করেননি।কারণ, রাতের সেই নামাজ তখনই মূল্যবান হয়, যখন তা একান্তভাবে আল্লাহর জন্য হয়।
নিঃস্বার্থ ইবাদতের সৌন্দর্য
রাতের গভীরে একান্তে নামাজ পড়ার সৌন্দর্য হলো, সেখানে অন্য কেউ দেখার সুযোগ পায় না। সেখানে লোক দেখানোর কোনো সম্ভাবনা থাকে না। সেখানে একমাত্র যাঁকে আপনি চমৎকৃত করতে চান, তিনি হলেন স্বয়ং আল্লাহ। এই মুহূর্তে আপনার আত্মাভিমান গলে যায়, অহংকার বিদূরিত হয়। আপনি কৃত সব ভুল স্বীকার করেন এবং আল্লাহর সামনে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করেন।
যদি আপনি সত্যিই অহংকার মুক্ত হতে চান, তাহলে প্রথম পদক্ষেপ হবে—মানুষের সামনে নিজের অহংকার বিসর্জন দেওয়া। তারপর আল্লাহর সম্মুখে বিনয়ের সঙ্গে হাজির হওয়া। আমরা অনেককে দেখি, যারা ইবাদতে পারদর্শী, কিন্তু মানুষের প্রতি অবিনয়ী। এটি কোনো আদর্শ নয়।
বিনয় এবং ইবাদতের সম্পর্ক
আল্লাহর কাছে প্রিয় বান্দারা আগে মানুষের প্রতি বিনয়ী হন, তারপর আল্লাহর সামনে দণ্ডায়মান হন। এটি অর্জন করা সহজ নয়, কিন্তু সম্ভব। আপনি যদি সত্যিই বিনয়ী ও তাহাজ্জুদের অভ্যাস গড়ে তুলতে চান, তবে সপ্তাহে অন্তত একদিন চেষ্টা করুন:
ক. মসজিদে গিয়ে এশার নামাজ আদায় করুন।
খ. এরপর বাসায় ফিরে সরাসরি ঘুমিয়ে পড়ুন।
গ. ফজরের ৩০ মিনিট আগে অ্যালার্ম সেট করুন।
ঘ. উঠে গিয়ে দুই রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করুন।
ঙ. কাউকে বিরক্ত না করে ঘরের নির্জন কোনো কোণে নামাজ আদায় করুন।
আপনি যদি সপ্তাহে একবারও এটি করতে পারেন, তবে দেখবেন, এক অদ্ভুত প্রশান্তি আপনার হৃদয়ে স্থান করে নিয়েছে। আল্লাহর সাথে গভীর সম্পর্ক অনুভব করবেন। আর এই সম্পর্কই আপনাকে জীবনের কঠিন সময়গুলোতে শক্তি জোগাবে।
আল্লাহ আমাদের সবাইকে তাঁর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন এবং গভীর রাতে নামাজ আদায়ের তৌফিক দিন। আমিন।